সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


মাহমুদউল্লাহ থেকে তামিম, এ বছর অবসরে আরও যারা


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪

ছবি : সংগৃহীত

শেষ হতে চলেছে ২০২৫। ক্রীড়াঙ্গনে ঘটনাবহুল এই বছরে অনেকেই ক্রিকেট অধ্যায়ের ইতি টেনেছেন। কেউ পুরোপুরি ক্রিকেট ছেড়েছেন, কেউ বা শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বাংলাদেশের ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ ও তামিম ব্যাট-প্যাড তুলে রেখেছেন। আরও যারা অবসরের ঘোষণা দিয়েছেন, তাদের একটু মনে করা যেতে পারে-

তামিম ইকবাল (বাংলাদেশ)- ওপেনার তামিম ইকবাল ২০২৫ সালের ১০ জানুয়ারি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে তিনি ১৫,০০০-এর বেশি রান করেছেন।

শাপুর জাদরান (আফগানিস্তান)- বাঁহাতি পেসার শাপুর জাদরান ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তিনি ৪৪টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলে মোট ৮০টি উইকেট নিয়েছেন।

ঋদ্ধিমান সাহা (ভারত)- উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি সব ধরনের ফরম্যাট থেকে অবসর নেন। ভারতের হয়ে ৪০টি টেস্টে তিনি ১,৩৫৩ রান করেছেন এবং টার্নিং পিচে অসাধারণ কিপিংয়ের জন্য তিনি পরিচিত ছিলেন।

দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)- ওপেনার দিমুথ করুণারত্নে তার ১০০তম টেস্ট খেলার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সব ফরম্যাট থেকে অবসর নেন। তিনি ৭,২২২ টেস্ট রান করেছেন এবং শ্রীলঙ্কা দলকে বেশ কিছু সিরিজে নেতৃত্ব দিয়েছেন।

মাহমুদউল্লাহ (বাংলাদেশ)- অলরাউন্ডার মাহমুদউল্লাহ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর নেন। তিনি ২০২১ সালেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন এবং বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

চেতেশ্বর পূজারা (ভারত)- ব্যাটার চেতেশ্বর পূজারা ২০২৫ সালের ২৪ আগস্ট ভারতীয় ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেন। ১০৩টি টেস্টে তিনি ৪৩.৬০ গড়ে ৭,১৯৫ রান করেছেন, যার মধ্যে ১৯টি সেঞ্চুরি রয়েছে।

অমিত মিশ্র (ভারত)- লেগ স্পিনার অমিত মিশ্র ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন। ভারতের হয়ে ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলা এই বোলারের দখলে আইপিএলে তিনটি হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে।

মোহিত শর্মা (ভারত)- পেসার মোহিত শর্মা ২০২৫ সালের ৩ ডিসেম্বর আইপিএলসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। তিনি ভারতের হয়ে খেলার পাশাপাশি বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে সফল ক্যারিয়ার কাটিয়েছেন।

স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ২০২৫ সালের ৫ মার্চ ওয়ানডে থেকে অবসর নেন স্টিভ স্মিথ। ১৭০ ওয়ানডে ও দুটো বিশ্বকাপ শিরোপা নামের পাশে রেখে অস্ট্রেলিয়ান ব্যাটার বিদায় বললেন। ৩৫ বছর বয়সে ১৭০ ওয়ানডে ম্যাচে ৫ হাজার ৮০০ রান আর ২৮ উইকেট নিয়ে শেষ হলো একদিনের ক্রিকেট অধ্যায়।

মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ২০২২ সালে টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছিলেন। এই বছর মার্চে ওয়ানডে থেকেও অবসর নিলেন মুশফিকুর রহিম। ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি ম্যাচ খেলেছেন, রান করেছেন ৭৭৯৫। ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।

শামসুর রহমান (বাংলাদেশ)- বাংলাদেশের হয়ে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শামসুর রহমান। প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১৬০ ম্যাচ খেলে ৩৬.২৩ গড়ে ৯৬০২ রান নিয়ে শেষ হলো তার ক্যারিয়ার। সেঞ্চুরি ২৩টি, ফিফটি ৪৬টি।

রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- রবিচন্দ্রন অশ্বিন গত মৌসুমের একদম শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০২৫ সালের আইপিএলে আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় এই অভিজ্ঞ অফ-স্পিনার আইপিএল তো বটেই, ভারতীয় ক্রিকেট থেকেও বিদায় নেন। তার বিগ ব্যাশ লিগে খেলার কথা থাকলেও চোটের কারণে তিনি ছিটকে যান।

বিরাট কোহলি (ভারত)- এই বছরের মে মাসে আইপিএলের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলে তিনি ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন, যার মধ্যে ছিল ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি। তিনি ৬৮টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪০টিতে জয়ী হন। গত মে মাসে ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবে তিনি অবসর নেন।

রোহিত শর্মা (ভারত)- মে মাসে কিছুটা বিতর্কিত পরিস্থিতির মধ্যে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। ইংল্যান্ড সফর থেকে তাকে বাদ দিয়ে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং একই দিনে এই অভিজ্ঞ ওপেনার তার টেস্ট যাত্রার ইতি টানেন। রোহিত ভারতের হয়ে ৬৭টি টেস্টে ৪০.৫৭ গড়ে ৪,৩০১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি। ২০১৯ সাল থেকে ওপেনার হিসেবে সফল এই ক্রিকেটার ২৪টি টেস্টে অধিনায়কত্বও করেছেন।

মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- মার্টিন গাপটিল ২০২৫ সালের ৮ জানুয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। নিউজিল্যান্ডের হয়ে ১৯৮টি ওয়ানডে এবং ১২২টি টি-টোয়েন্টি খেলে তিন ফরম্যাট মিলিয়ে ১০,০০০-এর বেশি রান করেছেন তিনি। ২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ২৩৭ রানের ইনিংসটি চিরস্মরণীয় হয়ে থাকবে।

বরুণ অ্যারন (ভারত)- ফাস্ট বোলার বরুণ অ্যারন ২০২৫ সালের ১০ জানুয়ারি সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেন। ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে তিনি ভারতের হয়ে ৯টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলেছেন। চোট তার ক্যারিয়ারের দীর্ঘ সময়কে ক্ষতিগ্রস্ত করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top