হাসপাতালে কিরণ রাও, পরিচয়পত্রে প্রাক্তন স্বামী আমির খানের নাম
প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৩১
আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:২০
স্বামী-স্ত্রীর বিচ্ছেদ মানেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর কাদা ছোঁড়াছুঁড়ি। কিন্তু সেই ধারণাকে বদলে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। কেননা সাবেক দুই স্ত্রীর সঙ্গে ভীষণ বন্ধুত্ব তার। ২০২১ সালে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন কিরণ রাও-আমির খান জুটি। তবে ব্যক্তিগত জীবনে তাঁদের ঘনিষ্ঠতা আজও অটুট।
সম্প্রতি শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ। হাসপাতাল থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। একটিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে হাসপাতালের ট্যাগ বাঁধা। সেখানে লেখা ‘কিরণ আমির রাও খান’। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের নাম দেখে অনুরাগীদের চক্ষু চড়ক গাছ। অনেকেই মনে করছেন, বিচ্ছেদের চার বছর পেরিয়ে গেলেও প্রাক্তন স্বামীর জন্য কিরণের ভালোবাস এক বিন্দু কমেনি।
আর একটি ছবিতে দেখা যায়, কিরণের ঠোঁট ফুলে গিয়েছে। তিনি জানিয়েছেন, কোনো ওষুধ থেকে অ্যালার্জির ফলে তাঁর ঠোঁট ফুলেছে।
প্রেমিকাকে সামনে আনলেন আমির খান, যা বললেন প্রাক্তন স্ত্রী
নিজের অসুস্থতার কথা জানিয়ে কিরণ লিখেছেন, ‘আমি ২০২৬ কে উদ্যাপন করার জন্য প্রস্তুত। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল, এবার একটু ধীরে চলার প্রয়োজন। সত্যিই এখনকার চিকিৎসাপদ্ধতির প্রতি আমি কৃতজ্ঞ, কারণ কীভাবে অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসরণ করা হয়েছে বুঝতেই পারেনি।’
তিনি যোগ করেন, ‘অ্যালার্জির জন্য ঠোঁট ফুলেছিল। বন্ধুরা খুব হাসাহাসি করছিল। দুর্ভাগ্যবশত আমার ঠোঁট আবার স্বাভাবিক হয়ে গেছে।’
এক বাড়িতে থেকেও মায়ের মুখ দেখতেন না আমির খান
সবশেষে তিনি লিখেছেন, ‘ইতোমধ্যে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি বাড়ি ফিরেছি। এবার নতুন বছরে স্বচ্ছন্দে পা বাড়াতে পারব। ২০২৫ ভালোই কেটেছে। আশা করছি ২০২৬-ও ভালো কাটবে।’

আপনার মূল্যবান মতামত দিন: