রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


খাদ্যে বিষক্রিয়া, হাসপাতালে পরিচালক


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪

আপডেট:
২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪০

ছবি : সংগৃহীত

খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে টলিউড পরিচালক সুদেষ্ণা রায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সুদেষ্ণার সঙ্গে অনেক দিন ধরে যৌথভাবে সিনেমা বানান অভিজিৎ গুহ। তিনি জানান, পরশু রাতে বেশ অসুস্থ বোধ করেন সুদেষ্ণা। গতকাল শনিবার সকাল হতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হয়েছে। এই মুহূর্তে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে শিগগিরই জেনারেল বেডে স্থানান্তরিত করা হবে।

জানা গেছে, বেশ কিছুদিন শান্তি নিকেতনে ছিলেন পরিচালক। সেখান থেকে ফিরতেই অসুস্থ। পরীক্ষায় জানা গেছে রক্তে শর্করার মাত্রা বেশি থাকার কারণে বাড়ে ক্রিয়েটিনিনের মাত্রাও। একারণে আইসিইউকেই তার জন্য উপযুক্ত মনে করেছেন চিকিৎসকরা।

এরইমধ্যে জন্মদিন সুদেষ্ণার। কেটেছে হাসপাতালের বিছানায়। এমন সময় শুভেচ্ছার পাশাপাশি নির্মাতার আরোগ্য লাভে প্রার্থনা সহকর্মী ও শুভানুধ্যায়ীদের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top