বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়
প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:০৬
আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭
দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উন্মাদনা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা হয়ে দাঁড়ায় রীতিমতো বিপজ্জনক। সম্প্রতি চেন্নাই বিমানবন্দরে ভক্তদের ভিড়ে তেমনই এক নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন এই অভিনেতা।
অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ভক্তদের হুড়োহুড়িতে বিজয়ের পরনের জামা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রমলেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হয়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাই ফিরছি।
প্রিয় তারকাকে একনজর দেখার জন্য আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত। বিজয় যখন টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই শুরু হয় আসল বিপত্তি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোই দায় হয়ে পড়েছে বিজয়ের জন্য। এক পর্যায়ে উন্মত্ত ভক্তরা অভিনেতার জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন তিনি।
তবে দেহরক্ষীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিজেকে সামলে কোনোভাবে গাড়িতে উঠে পড়েন এই সুপারস্টার। তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কেবল থালাপতি বিজয়ই নন, সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে।
কখনো কোনো তারকার হাত ধরে টানাটানি করা হচ্ছে, আবার কখনো পোশাকে টান পড়ছে। ভক্তদের এমন ‘অচেনা’ ও উগ্র আচরণে তারকাদের নিরাপত্তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে চলচ্চিত্র মহলে।

আপনার মূল্যবান মতামত দিন: