সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


সাকিবের সঙ্গে কী কথা হয়েছে জানালেন তাসকিন


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২

ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসান গেল দেড় বছর ধরে যুক্ত নন। রাজনৈতিক কারণে আপাতত দেশে ফেরার সম্ভাবনাও নেই। ফলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। কদিন আগে আইএল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে দেখা হয়েছিল তাসকিন আহমেদের। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষে আজ সোমবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন তাসকিন।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সঙ্গে দেখা হওয়া নিয়ে তাসকিন বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে দুইদিন টি-টেনে আর আইএল এ দুইদিন দেখা হয়েছিল। তো সাকিব ভাইদের টিম আবুধাবিতে ছিল। আমরা তো দুবাইয়ে ছিলাম পরে মাঠের বাইরে আর দেখা হয় নাই। কিন্তু যতটুকু দেখা হয়েছে কথা হয়েছে অনেকদিন পরে ভালো লাগছে।’

সাকিবের ফিটনেস কেমন, এই প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, ‘ফিটনেস ওয়াইজ আসলে দেখেন আসলে একটা সার্টেন টাইমে গিয়ে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেসের থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা। যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপেরিয়েন্স। হ্যাঁ ৪০০ এর উপরে টি-টোয়েন্টি ম্যাচ খেলা একজন প্লেয়ার। তো এইটা আসলে যেকোনো টিমের জন্যই পজিটিভ সাইড। আমি যদিও বাংলাদেশ টিমে এটা তো আমার কন্ট্রোলে নাই। কিন্তু উনার মতো প্লেয়ারকে সবাই টিমে পেতে চায়।’

ঢাকার প্রথম ম্যাচে ছিলেন না তাসকিন, ‘এ নিয়ে আপনারা ভুল তথ্য পেয়েছেন হয়তো। আসলে ৪২ দিন পর দেশে ফিরে দেখি আমার ছেলে অসুস্থ। তখন টিম ম্যানেজমেন্টকে জানাই যে এক ম্যাচ পরে যোগ দেবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top