সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


সূর্যের দেখা নেই, ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু খেলা


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৪০

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২২

ছবি : সংগৃহীত

গেল কয়েকদিন ধরে দেশের সবখানেই বয়ে চলেছে তীব্র শৈত্য প্রবাহ। তবে সিলেটে দেরিতে হলেও প্রতিদিন দুপুর নাগাদ সূর্যের দেখা মিলেছে। তবে আজ (সোমবার) দুপুর গড়ালেও এখনো সূর্যের কোনো দেখা যায়নি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম রয়্যালস। তবে মাঠে সূর্যের আলো না থাকায় ফ্লাডলাইটের আলোতে শুরু হয়েছে খেলা। তীব্র শীতের রেশ পড়েছে মাঠের দর্শকদের মধ্যেও। এই রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে হাজির হয়নি হাজার খানেক দর্শকও। রংপুর তাদের প্রথম ম্যাচে টস জিতেছে, ফিল্ডিং নিয়েছে তারা।

এক নজরে দুই দলের একাদশ

চট্টগ্রাম রয়্যালস : মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।

রংপুর রাইডার্স : ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top