কিছু করার নেই, ইচ্ছা করে চোটে পড়ি না : তাসকিন
 প্রকাশিত: 
 ৫ জানুয়ারী ২০২৩ ১৭:০০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৭:৪৯
 
                                সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তারকা পেসার বলা হয়ে থাকে তাসকিন আহমেদকে। তবে বল হাতে আলো ছড়ানোর পাশাপাশি এই পেসারকে বেশিরভাগ সময়ই থাকতে হয় মাঠের বাইরে। ইনজুরি আক্রান্ত হয়ে সবশেষ ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ওয়ানডের সাথে মিস করেছেন এক টেস্ট ম্যাচ। আসন্ন বিপিএলে তাসকিন মাঠে নামবেন ঢাকা ডমিনেটরসের হয়ে।
বুধবার (৪ জানুয়ারি) ঢাকার দলীয় অনুশীলন শেষে মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। সেখানে নিজের ইনজুরি প্রসঙ্গ এলে জানান, ইচ্ছা করে তো আর চোটে পড়ি না, কিছু করার নেই। এমনকি এই পেসার জানান ইনজুরি নিয়ে চিন্তা করলে পিছিয়ে যান মানসিকভাবে।
তাসকিন বলছিলেন, ‘কিছু করার নাই, আমি তো ইচ্ছা করে চোটে পড়ি না। হয়ে যায়। মনে হয় না এটার কোনো শেষ আছে। যেহেতু আমার গড়ন প্রকৃতিগতভাবে এমন না, দক্ষিণ আফ্রিকান বা ওয়েস্ট ইন্ডিজের মতো প্রকৃতিগতভাবে (অমন গড়ন) হলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম। অনেক খেলাও আছে। এটা নিয়ে চিন্তা করলে আসলে মানসিক দিক দিয়ে পিছিয়ে যাই, ফলে চিন্তাই করতে চাই না। আমি প্রক্রিয়ায় থাকতে চাই। হলে আবার চেষ্টা করব (ফিরে আসার)।’
ঢাকা দলের আইকন ক্রিকেটার হিসেবেই আছেন তাসকিন। যেটা একটা বাড়তি চাপ ভেবে তাসকিন বলেন, ‘যখন খেলতে নামি, তখন তো চাপ কাজ করেই। (বিপিএলে) শেষ দুই বছর আইকন হিসেবে আসছি, ভালো একটা গ্রেডে এসেছি আপনাদের দোয়ায়। এটা একটা বাড়তি চাপ। তবে এসব সামলে খেলার চেষ্টা করব। চেষ্টা করার কিছু নেই। সামলে নিয়েই খেলতে হবে।’

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: