সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


৯ মাসের গ্রামীণফোনের নিট মুনাফা কমেছে ২৩ শতাংশ


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫ ১২:৪২

আপডেট:
২৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৭

ফাইল ছবি

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বৃহত্তম টেলিকম অপারেটর গ্রামীণফোন লিমিটেডের মুনাফা কমেছে ২৩ শতাংশের বেশি। বহুজাতিক কোম্পানিটির আলোচিত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে গ্রামীণফোনের কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ২৬৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ২ হাজার ৯৫৫ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির নিট মুনাফা কমেছে ৬৯১ কোটি টাকা বা ২৩ দশমিক ৩৮ শতাংশ।

চলতি বছরের প্রথম ৯ মাসে গ্রামীনফোনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৭৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ২১ টাকা ৮৮ পয়সা।

কোম্পানি সংশ্লিষ্টরা জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির আয় কমে যাওয়ায় নিট মুনাফা তথা ইপিএসও কমেছে।

আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে গ্রামীনফোনের মোট আয় হয়েছে ১১ হাজার ৯৪৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে হয়েছিল ১২ হাজার ১১০ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির আয় কমেছে ১৬২ কোটি টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top