বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২


সত্যিই কি ১১৪৮ ফুট উপরে ‘স্কাই স্টেডিয়াম’ বানাবে সৌদি?


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৫ ১২:৪৫

আপডেট:
২৯ অক্টোবর ২০২৫ ১৫:২২

ফাইল ছবি

২০২২ সালে কাতারে বসেছিল বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশটিতে ফিফার এই মেগা টুর্নামেন্ট আয়োজন কেমন হবে, তা নিয়ে শঙ্কায় ছিল পশ্চিমা বিশ্ব। তবে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে কাতার জবাবটা দিয়েছে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়েছে সৌদি আরব। যা নিয়ে এখন থেকেই তাদের প্রস্তুতি চলছে। নানা সংস্কার ছাড়াও তাদের পরিকল্পনায় রয়েছে প্রায় ১১৪৮ ফুট উঁচুতে একটি স্টেডিয়াম নির্মাণ।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের পরিকল্পনায় থাকা ‘স্কাই স্টেডিয়াম’-এর নকশা ও গ্রাফিক্যাল ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম, স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এবং ইংল্যান্ডের ডেইলি মেইল ও দ্য সানের মতো গণমাধ্যমগুলো। তাদের দাবি– ৩৫০ মিটার (১১৪৮ ফুট) উচ্চতায় স্টেডিয়াম বানানো উচ্চবিলাসী মনে হলেও, সৌদি আরব বিশ্বকাপ আয়োজক হওয়ার আগে ‘নিওম (এনইওএম) স্টেডিয়াম’-এর কথা ফিফার নিলামে উপস্থাপন করেছিল।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ফিফাকে দেওয়া ওই প্রস্তাবনাপত্রে সৌদি আরব ফুটবল ফেডারেশন জানায়, ‘নিওম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমধর্মী স্টেডিয়াম, যা হবে ভূ-পৃষ্ঠ থেকে ৩৫০ মিটার উপরে। শহরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই চোখ ধাঁধানো কাঠামো ও ছাদ দেখা যাবে। সবমিলিয়ে এটি হবে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। “দ্য লাইন”-এর ভেতরে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনের জন্য থাকবে ট্রাম-সদৃশ স্বয়ংক্রিয় দ্রুতগামী পরিবহন এবং ব্যক্তিগত দ্রুতগামী পরিবহন ব্যবস্থাও রাখা হবে। যা পাঁচটি প্রধান সমতল পরিবহন করিডোরজুড়ে পরিচালিত হবে।’

সম্প্রতি ছড়িয়ে পড়া ছবি বা ভিডিও সৌদি আরবের পরিকল্পনার অংশ কি না তা এখনও নিশ্চিত নয়। একইসঙ্গে স্টেডিয়ামটিও ‘দ্য লাইন’-এর নকশায় অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে না। ২০২১ সালে সৌদি আরব একটি প্রস্তাবিত ‘দ্য লাইন’ নামে স্মার্ট সিটি তৈরির ঘোষণা দেয়। যেখানে পুরো শহরটি একটি একক সরল ভবন হিসেবে পরিকল্পিত, যার দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার, প্রস্থ ২০০ মিটার এবং উচ্চতা সর্বোচ্চ ৫০০ মিটার। এখানে কোনো গাড়ি, রাস্তা বা কার্বন নিঃসরণ থাকবে না। ওই শহরে প্রায় ৯ মিলিয়ন (৯০ লাখ) মানুষকে আবাসন দেবে, যা সৌদি আরবের বর্তমান জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।

পরিকল্পিত ওই শহরের নির্মাণ কাজ শুরু হয়েছে, পুরো কাজ শেষ হতে সময় লাগবে ২০৪৫ সাল পর্যন্ত। ততদিনে ২০৩৪ বিশ্বকাপের পর আরও ১১ বছরের ইতি ঘটবে। ফলে নিওম স্টেডিয়ামের গ্রাফিক্যাল ছবি ও ভিডিও নিয়ে যে আলোচনা চলছে, তা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এটি ঠিক যে সৌদি আরবের এমন ভেন্যু তৈরির পরিকল্পনা প্রস্তাবনায় উল্লেখ রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৬ সালে সৌদির বিলাসবহুল স্টেডিয়াম নির্মাণ শুরুর পর ২০৩২ সালে কাজ সম্পন্ন হবে।

প্রসঙ্গত, সবমিলিয়ে ২০৩৪ বিশ্বকাপের আগে ৮ বছরে ১১টি নতুন স্টেডিয়াম নির্মাণ এবং বিদ্যমান ৪টি স্টেডিয়াম সংস্কারের কথা জানিয়েছিল সৌদি আরব। প্রস্তাবিত নিয়োম স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা হতে পারে ৪৬ হাজার। অন্যান্য ভেন্যু নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছে চারটি শহরকে– রিয়াদ, জেদ্দা, আল খোবার ও আভা। আকর্ষণীয় রংয়ের পাশাপাশি এসব স্টেডিয়ামে বৈচিত্রপূর্ণ স্থাপত্যশৈলি ও থিম, প্রাচীন ক্রিস্টাল-লাইক কিংবা স্থানীয় উপাদান ব্যবহারের কথাও বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top