আয়ারল্যান্ডের দুয়োতেও ‘ভালো ছেলে’ হয়ে খেলবেন রোনালদো
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৬
আপডেট:
১৩ নভেম্বর ২০২৫ ১৮:১৩
২০২৬ সালেই ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। তার আগে টিকিট তো কাটতে হবে! আজ (বৃহস্পতিবার) রাতে আয়ারল্যান্ডের মাঠে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে পর্তুগাল। আভিভা স্টেডিয়ামে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে রোনালদোর জন্য। কারণ দুয়োর স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা করছেন সিআরসেভেন। সেরকম প্রতিকূলতার মাঝেও ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি দিলেন তিনি।
আয়ারল্যান্ডের মাঠে গ্যালারি থেকে কেন দুয়ো শুনতে হবে, কেনই বা ভালো ছেলে হয়ে থাকার কথা বলেছেন রোনালদো? সেই প্রশ্নের উত্তর জানতে ফিরে যেতে হবে লিসবনে দুই দলের প্রথম ম্যাচে। আগের দেখায় রুবেন নেভেসের শেষ মুহূর্তের জয়সূচক গোলের পর আইরিশ ডিফেন্ডার জেক ও’ব্রায়ানের মুখের সামনে গিয়ে উদযাপন করেন রোনালদো। এবার আয়ারল্যান্ডের সেই কর্মের ফল দেখার অপেক্ষায় তিনি।
গতকাল (বুধবার) আইরিশ ভক্তদের দুয়ো শোনার প্রত্যাশার কথা জানান রোনালদো। তবে তার মনোযোগ কেবল দলকে জয়ে সহযোগিতা করার দিকে।
তিনি বললেন, ‘এখানে ভক্তদের আমি সত্যি পছন্দ করি। তারা যেভাবে জাতীয় দলকে সমর্থন দেয়, এটা চমৎকার। আমার জন্য এখানে এসে আবারো খেলা আনন্দের। অবশ্যই এটা কঠিন হবে। আমি আশা করব, তারা কাল খুব বেশি দুয়ো আমাকে দেবে না। আমি শপথ করছি, চেষ্টা করব ভালো ছেলে হয়ে থাকার।’
ম্যাচটা কঠিন হবে মানছেন রোনালদো, ‘আমি আমার কাজ কিন্তু করব। চেষ্টা করব ম্যাচটা জেতার এবং গোল করে আমার দলকে সাহায্য করতে চেষ্টা করব। আমি নিশ্চিত এই ম্যাচ কঠিন হতে যাচ্ছে।’

আপনার মূল্যবান মতামত দিন: