সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


কোচ সালাউদ্দিনের কাজে সব ক্রিকেটার খুশি ছিলাম: শান্ত


প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫ ১৪:৪৭

আপডেট:
১০ নভেম্বর ২০২৫ ১৫:৫৯

ফাইল ছবি

গত সপ্তাহে আচমকা বিসিবির কাছে একটি চিঠি দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তিনি উল্লেখ করে দিয়েছিলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ শেষে দায়িত্ব থেকে সরে যাবেন। জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ অবশ্য দেখভাল করেন ক্রিকেটারদের ব্যাটিংয়ের বিষয়টি।

গেল কয়েকমাস ধরে কোচ সালাউদ্দিনের অধীনে ব্যাটাররা পারফর্ম করতে পারছেন না। যে কারণে সমালোচনার তীব্র আগুনে পুড়ছিলেন তিনি। সেই চিঠিতে কারণ হিসেবে সালাউদ্দিন জানিয়েছেন, ‘সিনিয়র সহকারী কোচ’ হিসেবে দায়িত্বটা উপভোগ করছেন না। তবে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, সালাউদ্দিনের সঙ্গে প্রত্যেক ক্রিকেটার কাজ করাটা বেশ উপভোগ করছিলেন।

প্রথম টেস্টের আগে আজ সিলেটে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এটা তো উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের সঙ্গে কী আলোচনা হয়েছে, এ নিয়ে আমার ধারণা নেই। এটা সালাউদ্দিন স্যার বলতে পারবেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি আশা করি বোর্ড ও তার মধ্যে ভালো আলোচনা হবে।’

সালাউদ্দিনের সঙ্গে কাজ করা নিয়ে তিনি বলেন, ‘যতদিন কাজ করেছি উপভোগ করেছি। স্যার প্রত্যেক ক্রিকেটারকে সমানভাবে দেখার চেষ্টা করেন, সবাইকে প্রাধান্য দেন, যার যার ঘাটতি অনুযায়ী কাজ করেন। এই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। বাইরে থেকে অনেক কিছু মনে হয়, আমরা যা শুনছি, সব কিছুর সত্যতা নেই।’

শান্ত পরে জানান, সালাউদ্দিনের অধীনে সকল ক্রিকেটার খুশি। এমনকি তার কাজের ধরন খুব ভালো, সেটাও পরিষ্কার করলেন টেস্ট অধিনায়ক, ‘(সালাউদ্দিনের কাজে) সব ক্রিকেটার খুশি ছিলাম, সাম্প্রতিক যত সিরিজে আমি ছিলাম। উপভোগ করেছি। এবং উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top