পেনাল্টি ঠেকিয়ে মাঠেই মারা গেলেন বেলজিয়ান গোলরক্ষক
 প্রকাশিত: 
 ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৬
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৩:২৪
 
                                ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে অনেকবার। এবারের ঘটনাটা আরও মর্মান্তিক। বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বি দলের গোলরক্ষক আরনে এসপিল মাঠেই দেখলেন নিজের শেষটা।
ঘটনা শনিবারের। বেলজিয়ামের আঞ্চলিক লিগে উইনকেল স্পোর্ট বি দল মুখোমুখি হয়েছে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে। ম্যাচের এক পর্যায়ে একটি পেনাল্টি ঠেকানোর পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন এসপিল।
বেলজিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিপক্ষ দলের পেনাল্টি ঠেকিয়ে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এসপিল। এরপরই মাঠে ছুটে আসে মেডিকেল দল। কিন্তু আধা ঘণ্টার মতো চেষ্টা করেও তাকে জাগানো সম্ভব হয়নি।
সংবাদমাধ্যমকে এসপিলের এক আত্মীয় জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এসপিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘গোলকিপার আরনে এসপিলের হঠাৎ মৃত্যুতে গভীরভাবে শোকাহত উইনকেল স্পোর্ট। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: