সোমবার, ১৭ই নভেম্বর ২০২৫, ৩রা অগ্রহায়ণ ১৪৩২


ঝাঁপ দেওয়ার পর খোলেনি প্যারাশুট, ভয়ঙ্কর অভিজ্ঞতা অজয়ের!


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৫ ১০:৩১

আপডেট:
১৭ নভেম্বর ২০২৫ ১৩:১৬

ফাইল ছবি

বলিউড তারকা অজয় দেবগন স্কাই ডাইভিং করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি নিজের চোখের সামনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেখেছেন। ওই ব্যক্তির প্যারাশুট না খোলায় তিনি বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর আর রক্ষা পাননি।

বর্তমানে অজয় তার নতুন ছবি ‘দে দে পেয়ার দে টু’-এর প্রচার নিয়ে ব্যস্ত আছেন। ছবির আরেক অভিনেতা আর মাধবনের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই অভিজ্ঞতার কথা জানান। মাধবন অজয়ের প্রশংসা করে বলেন, অজয় ছবিতে বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ।

তখনই অজয় দেবগন তার জীবনের সেই ভয়ঙ্কর দিনের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। অজয় বলেন, ‘আমি সেখানে যাওয়ার পরপরই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। আমি দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। সেই ব্যক্তির পরই স্কাই ডাইভিংয়ের জন্য আমার পালা ছিল।’

অজয় আরও জানান, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওও একবার স্কাই ডাইভিংয়ের সময় বিপদে পড়েছিলেন। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পর তার প্যারাশুটও ঠিকমতো খুলছিল না। সেই সময় তার প্রশিক্ষক ঝাঁপ দিয়ে লিওনার্দোকে বাঁচিয়েছিলেন।

অজয়ের বাবা বীরু দেবগন বলিউডের অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে সিনেমায় অ্যাকশন দৃশ্য করা অজয়ের কাছে কখনোই কঠিন মনে হয়নি। তবে বাস্তবের স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত খারাপ।

অজয় দেবগন ও আর মাধবন অভিনীত ‘দে দে পেয়ার দে টু’ ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিটি ছাড়াও অজয় বর্তমানে ‘দৃশ্যম থ্রি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top