শনিবার, ১লা নভেম্বর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২


হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫ ১৩:৩৭

আপডেট:
১ নভেম্বর ২০২৫ ১৬:২৮

ফাইল ছবি

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনমার-এর প্রাক্তন সিইও অ্যান্ডি বায়রন এবং এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট-কে নিয়ে যে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, তা হয়তো অনেকেই ভুলে যাচ্ছিলেন। কিন্তু এবারের হ্যালোইন উৎসবের মধ্য দিয়ে সেই দুই সহকর্মীর আলিঙ্গন ফের উঠে এল আলোচনায়!

গত জুলাই মাসে কোল্ডপ্লের কনসার্টে গান চলছিল। হঠাৎ করেই তখন কিস ক্যাম-এর আলো এসে পড়ে দর্শকাসনে থাকা আলিঙ্গনরত বায়রন ও ক্যাবটের ওপর। আচমকা এমনটা হওয়ায় সহকর্মী হিসেবে স্বাভাবিকভাবেই অপ্রস্তুত হয়ে পড়েন তারা।

তাদের এই অস্বস্তি দেখেই মঞ্চ থেকে ক্রিস মার্টিন রসিকতাও করেন। বলেছিলেন, হয় তারা সম্পর্কে আছেন, নয়তো তারা শুধু খুব লাজুক।

মার্টিনের এই ছোট্ট রসিকতাই কাল হলো। সেই অস্বস্তিকর দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। অনলাইনে শুরু হলো জল্পনা ও সমালোচনার ঝড়। সেই ঝড় এতটাই শক্তিশালী ছিল যে, শেষমেশ তাদের কর্মজীবনেও এর প্রভাব পড়ে, অভিযোগ ওঠে পরকীয়ারও। এবার হ্যালোইন উৎসবের মাধ্যমে ফের এটি চলে এল আলোচনায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top