মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার!


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৩:০১

আপডেট:
২৮ অক্টোবর ২০২৫ ০১:৪৮

ছবি সংগৃহীত

২০২৩ সালের অক্টোবরে, ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেই ভয়ঙ্কর এক চোটে ছিটকে পড়েন নেইমার। ছিঁড়ে যায় তার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল)। মাঠ ছাড়তে হয় কান্নাভেজা চোখে। এরপরই ধারণা করাহচ্ছিলো এই বুঝি শেষ! হয়তো আর দেখা যাবে না হলুদ জার্সিতে এই ফুটবল শিল্পীকে।

সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেই নিজের জাত চিনিয়েছেন নেইমার। গোল, অ্যাসিস্ট আর ড্রিবল সবই যেন আগের মতো। অপরদিকে অপেক্ষা ফুরিয়েছে ব্রাজিলের জাতীয় দলেরও। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, অবশেষে হলুদ জার্সিতে ২২ মাসের বিরতি শেষে আবারও মাঠে নামতে চলেছেন এই জাদুকর। গুঞ্জন নয়, এবার খবরটা একেবারে পাকাপোক্ত!

ব্রাজিলীয় সংবাদমাধ্যম বলছে, বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রেখেছেন। আনুষ্ঠানিক ঘোষণা হবে ২৫ আগস্ট।

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট, তালিকায় তিন নম্বরে। এরপরও বাছাই পর্বের বাকি দুটি ম্যাচ সামনে। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে শেষ লড়াই। এই দুই ম্যাচে নেইমারের প্রত্যাবর্তন হতে যাচ্ছে!

আনচেলত্তির অধীনে এর আগেই দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়। এবার সেই দলে যুক্ত হচ্ছেন সবচেয়ে অভিজ্ঞ তারকা নেইমার, যার অভিজ্ঞতা ও উপস্থিতি তরুণদের জন্য হতে পারে সবচেয়ে বড় অনুপ্রেরণা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top