সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫ ১২:১৫

আপডেট:
২৭ অক্টোবর ২০২৫ ০৯:৩৫

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে স্পিননির্ভর উইকেট বানিয়েও মেহেদী হাসান মিরাজের দল সিরিজ নিশ্চিত করতে পারেনি। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা উইন্ডিজদের মুখোমুখি হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

এই সিরিজে নামার আগে সর্বশেষ ১২ ওয়ানডেতে কেবল একটি জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে জয়ে ফিরতে মরিয়া দলটির পক্ষে স্পিননির্ভর উইকেট বানানোয় সেভাবে কেউ আপত্তি করছেন না। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবার নিজেদের ইতিহাসে টাই দেখেছিল মিরাজ-রিশাদরা। পরে সুপার ওভারে ১ রানে জিতে শাই হোপের দল। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচেই বাংলাদেশ ৪ স্পিনার নিয়ে নেমেছিল। একই আক্রমণ দেখা যেতে পারে আজও। টাইগার ব্যাটারদেরও মিরপুরের কালো পিচে ক্যারিবিয়ান স্পিনের চ্যালেঞ্জ সামলাতে হবে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্পিন আক্রমণও সমান তালে লড়াই করেছিল। পাশাপাশি অধিনায়ক শাই হোপের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্পিনাররা।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top