খালেদের অভিষেক
সাকিবকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ
 প্রকাশিত: 
 ২৩ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:১২
                                বৃষ্টি মাথায় নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। সফরকারীরা ৩৪.৩ ওভার ব্যাট করলেও প্রথম ম্যাচের বাকিটা ভেসে গেছে বৃষ্টিতে।
একই শঙ্কা নিয়ে টস দিতে নামে দুই অধিনায়ক লিটন দাস ও লুকি ফার্গুসন। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।
আজকের (শনিবার) ম্যাচটিতে কিছুটা চোট থাকায় একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: