আকবরের সাম্রাজ্যে রানির আগমন
 প্রকাশিত: 
 ৩০ আগস্ট ২০২৩ ২০:৪৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৫:৫৩
                                সতীর্থ তানজিদ তামিম ও শরীফুল ইসলামরা যখন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত তখন ২২ গজের বাইরে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আরেক ক্রিকেটার আকবর আলী। যুব বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক ব্যাটার বিয়ে করেছেন।
গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী জান্নাতি ওয়াহিদার সঙ্গে ছবি দিয়েছেন আকবর।
স্ত্রীর প্রতি বিমুগ্ধ এই ক্রিকেটার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তোমাকে জানাটা ছিল কাকতালীয়, কিন্তু তোমাকে বেছে নেওয়া ছিল অবধারিত। আমার জীবনে আসায় ধন্যবাদ। তুমি সেরা সঙ্গী, যে কেউ এমন কারও স্বপ্ন দেখে।’
জানা গেছে, আকবরের স্ত্রী জান্নাতি ওয়াহিদা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টারে বায়োমেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করছেন। সে সুবাদে তিনি থাকছেনও যুক্তরাজ্যে।
ক্রিকেটের বড় মঞ্চে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে না পারলেও আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা এসেছিল ২০২০ সালে। যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এরপর বিশ্বকাপজয়ী দলটির কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে ক্যারিয়ার শুরু করলেও, সেই সুযোগ মেলেনি আকবরের।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: