বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


টেকনাফে অস্ত্র-গুলিসহ আটক ২


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৩ ২১:২৬

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১১:০৮

ছবি সংগৃহিত

কক্সবাজার টেকনাফের পাহাড়ি এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন—টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু তালেবের ছেলে আবু ছিদ্দিক (২৮) ও একই এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে শফিকুল ইসলাম (২১)।

রোববার (২২ জানুয়ারি) সকালে হোয়াইক্যং ফাঁড়ির উপ-পরিদর্শক (আইসি) রোকনুজ্জাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ জানুয়ারি) বিকেলে টেকনাফের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনি রাউন্ড তাজা কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করতেন। এছাড়া বিশেষ কিছু সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ উপ-পরিদর্শক।

কক্সবাজার থেকে



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top