বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২২ ০০:১০

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০১:৩৮

ছবি সংগৃহীত

পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে হেলমেট ভেঙে মো. ইব্রাহিম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাইজপাড়া রাঢ়িকান্দি এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে ইব্রাহিম চন্দ্রগঞ্জে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যায়। এ সময় হেলমেট ভেঙে মাথা থেতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের পকেটে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দিতে ব্যাংকের লোকজনকে বলা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top