বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২


মহাসড়ক অবরোধ

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ মিছিল


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৮

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫২

ছবি : সংগৃহীত

কারিগরি শিক্ষা ও উপ- সহকারী প্রকৌশলী পদে নিয়ে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ৭ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ডিপ্লোমা প্রকৌশলীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছে। কর্মসূচির কারণে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর একটা থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে নানা দাবি তুলে ধরে ব্লকেড কর্মসূচি পালন করেন।

এর আগে, শত শত ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণে গাজীপুরের শিমুলতলী রোডের মিস্টের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা শিমুলতলী সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক ৩ দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। ১০ম গ্রেড বাতিল করে যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি উল্লেখ করে বক্তারা আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার ১ অনুপাত ১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top