মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


বাস-মাইক্রোবাস কর্মীদের মারামারি

শাহ আমানত সেতুতে দীর্ঘ যানজট


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে হাজার হাজার যাত্রীকে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে কয়েকটি মাইক্রোবাসের চাকল-হেলপারদের মারামারির ঘটনা ঘটে। এরপর হানিফ পরিবহনের শ্রমিকেরা সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, সকাল ৬টার দিকে চালক-হেলপারদের মারামারির ঘটনা ঘটে। পরে সাতটার দিকে হানিফ পরিবহনের একটি বাস সড়কের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়। এতে পুরো এলাকায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

ভোগান্তিতে পড়া যাত্রী মো. শাহেদুল হক বলেন, ‘হানিফ পরিবহনের একটি বাস সড়কের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওই বাসের কারণে দুই মিনিটের পথ পাড়ি দিতে দেড় ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে। নতুন ব্রিজ এলাকায় প্রায় সময় যানজট লেগে থাকে। আমরা এই অবস্থার উন্নতি চাই।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. লিয়াকত আলী খান বলেন, ভোরে কক্সবাজারগামী কয়েকটি মাইক্রোবাসের চালক-হেলপারদের সঙ্গে হানিফ পরিবহনের কর্মীদের মারামারির ঘটনা ঘটে। পরে মাইক্রোবাসের চালক-হেলপাররা পালিয়ে যায়। এই ঘটনায় হানিফ পরিবহনের কর্মীরা সড়ক অবরোধ করে। এতে যানজটের সৃষ্টি হয়। এখন যানজট নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top