বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২


খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

ছবি : সংগৃহীত

খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নিরালা দিঘির পাড় এলাকার মো. বাবুলের ছেলে হাসানুর রহমান রাহুল (২২) বটিয়াঘাটার বিরাট বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে শাহরিয়ার রহমান সম্রাট (২৫)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টা ৩০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল সোনাডাঙ্গা মডেল থানাধীন শেরে বাংলা রোডের গল্লামারী সংলগ্ন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৭ দশমিক ৬২ চায়নিজ রাইফেলের ৪১ রাউন্ড গুলি এবং একই রাইফেলের গুলি ভরার ৪টি চার্জার উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় তারা খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এসব গুলি লুণ্ঠন করে। পরবর্তীতে এগুলো অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে বিক্রির চেষ্টা করছিল।

কেএমপি সূত্রে আরও জানা গেছে, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের হেফাজতে আরও কোনো অস্ত্র রয়েছে কিনা এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং অধিকতর অনুসন্ধানের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top