মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


গেটে কড়া নিরাপত্তা

ছোট ভাইকে ক্যাম্পাসে নিতে পারল না নারী শিক্ষার্থী


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ গেটে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই ভিড় করছেন সাধারণ মানুষ। ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে গেটের বাইরে দাঁড়িয়ে অনেককে চেষ্টা করেও ফিরে যেতে হচ্ছে। ছোট ভাইকে নিয়ে এসেও ভেতরে ঢোকাতে পারেননি এক নারী শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই গণতন্ত্র তোরণের সামনে সাধারণ মানুষের ভিড় লক্ষ করা গেছে। কেউ এসেছেন ভেতরের পথে শর্টকাট ব্যবহার করতে, কেউবা বিশ্ববিদ্যালয়ের ভেতর দোকান বা গ্রন্থাগারগামী। কিন্তু কড়া নিরাপত্তার কারণে কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তাকর্মীরা সবাইকে জানাচ্ছেন, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ে সাধারণ প্রবেশ নিষিদ্ধ।

গণতন্ত্র তোরণের সামনে কিছু মানুষ পুলিশের সঙ্গে কথা বলে ভেতরে যাওয়ার অনুমতি চাইতে থাকেন। কিন্তু নিয়মের কারণে কাউকে ছাড় দেওয়া হয়নি। এতে কিছুটা হতাশা দেখা গেলেও অনেকে পরিস্থিতি মেনে ফিরে গেছেন।

আয়শা নামে একজন শিক্ষার্থী বলেন, আমার ছোট ভাইকে নির্বাচন দেখাতে নিয়ে এসেছিলাম। গেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় তাকে ভেতরে নিয়ে যেতে পারছি না।

রবিন নামে হাইকোর্টের কার্ডধারী একজন বলেন, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। কিন্তু আজকে বারবার বলার পরেও আমাকে যেতে দিচ্ছে না।

হল ক্যান্টিনের একজন বলেন, আমি ক্যান্টিনে কাজ করি। আমার কার্ড এখনও বানানো হয়নি। আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।

এদিকে গেটে দায়িত্ব পালন করা এক নিরাপত্তাকর্মী জানান, আমাদের স্পষ্ট নির্দেশনা আছে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক আর নির্বাচনের জন্য অনুমোদিত সাংবাদিক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না।

এমন পরিস্থিতিতে গণতন্ত্র তোরণ এলাকা যেন পরিণত হয়েছে নির্বাচনি নিরাপত্তার প্রতীকী চিত্রে। গেটের বাইরে ভিড় জমলেও ভেতরে চলছে ভোটের প্রস্তুতি ও শিক্ষার্থীদের ভোট প্রদান প্রক্রিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top