সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


মেহেরপুরে অস্ত্রসহ আটক ১


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯

ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চৌগাছা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আটককৃত গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে।

গাংনী র‍্যাব ক্যাম্প সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব ক্যাম্প বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে গাংনী সেনা ক্যাম্প ও সিপিসি-৩ র‍্যাব-১২ এর সদস্যরা গাংনী পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ড চৌগাছা ভিটাপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ গোলাম মোস্তফা ডাকু নামের এক ব্যক্তিকে আটক করেন।

আটক হওয়া ব্যক্তি ডাকু জব্দকৃত অস্ত্রটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তার করার জন্য নিজ দখলে রেখেছিল‌। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদক মামলা রয়েছে বলেও র‍্যাবের বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক হওয়া ডাকু'র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top