সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


বাবুগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৮:০৭

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৯

ছবি ‍সংগৃহিত

বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত মোটর মেকানিক ইয়াসিন (২৪) সাতদিন পর চিকিৎসাধীন অবস্থায় (ঢামেক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।

এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ইয়াসিনের বাবা। মামলায় একই গ্রামের পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, একই গ্রামের রাসেল সিকাদারের ছেলে মমিনুল ইসলাম লিমন (২০), ইমন (২৪), ১নং আসামির মা নাজমা বেগম (৪৫), চাচাতো ভাই রিপন ও রাকিব।

নিহত ইয়াসিন উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা মানিক হোসেনের একমাত্র ছেলে। ইয়াসিন বাবুগঞ্জ কলেজগেট এলাকায় নিজ দোকানে মোটর মেকানিকের কাজ করতেন।

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ইয়াসিন ও আসামি মমিনুল ইসলাম লিমন দুই বন্ধু। মোটরসাইকেল কেনার জন্য কিছু দিন আগে ইয়াসিনের কাছ থেকে ১৫০০০ হাজার টাকা ধার নেন লিমন। ওই টাকা ফেরত না দেওয়ায় লিমনের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে যান ইয়াসিন।

গত ২২ আগস্ট টাকা দেওয়ার কথা বলে ইয়াসিনকে মোবাইল ফোনে পাশের এলাকা মহিষাদি সরকারি প্রা. বিদ্যালয়-সংলগ্ন নদীর পারে ডেকে নেন লিমন। তখন ইয়াসিনকে নদীতে ফেলে মারধর করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা ছাড়িয়ে দিলে ঘটনাস্থল থেকে চলে আসেন ইয়াসিন।

ওই দিন রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ইয়াসিন বাড়ির উদ্দিশে রহমতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির সামনে থেকে আসার সময় ইয়াসিনকে আটকিয়ে ৪/৫ জন মারধর করেন। পরবর্তীতে বন্ধু লিমন ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের পেটে আঘাত করেন। ইয়াসিনের ডাকচিৎকারে ইউপি সদস্য মিজানুর রহমান বের হয়ে আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ইয়াসিনের অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ইয়াসিনের বাবা মানিক হোসেন বলেন, আমার একটি মাত্র ছেলে, তাকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে মিমাংসার কথা বলা হচ্ছে। আমরা কোনো মিমাংসা চাই না। আমি আমার ছেলে হত্যাকারীদের শাস্তি চাই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম বলেন, ধারের টাকা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। মামলা নম্বর ২৫। হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top