সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর বোরহান উদ্দিন আর নেই


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১০:৪৬

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৮

ছবি সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক সংসদ সদস্য অধ্যাপক বোরহান উদ্দিন আর নেই।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বেগমগঞ্জের বনানী এলপিজি ফিলিং স্টেশনে সামনে জানাজা শেষে চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডের নাজিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

জানা গেছে, ১৯৭৯ সালের ১২ ফেব্রুয়ারী দ্বিতীয় সংসদ নির্বাচনে তিনি বেগমগঞ্জ পূর্ব আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। তখন তিনি সোনাইমুড়ী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি নোয়াখালী মহকুমা বিএনপির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তার মৃত্যুতে জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনীতিক ও সাধারণ মানুষ।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ।
তারা বলেন, ১৯৭৯ সালের জাতীয় সংসদের বেগমগঞ্জ পূর্ব আসনের সাবেক সংসদ সদস্য, শহীদ জিয়ার রাজনৈতিক সহচর এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক বোরহান উদ্দিনের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। একজন নির্লোভ, নিরহংকারী এবং সাধারণ জীবনযাপনের অধিকারী হিসেবে অধ্যাপক বোরহান উদ্দিন সবার হৃদয়ে বেঁচে থাকবেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিএনপি গঠনকালীন সময়ে নোয়াখালী অঞ্চলে মরহুম অধ্যাপক বোরহান উদ্দিনের অবদান অনস্বীকার্য।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top