রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


সাপে কাটা রোগীকে তিন ঘণ্টা ধরে ওঝার ঝাড়ফুঁক, শিশুর মৃত্যু


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৯:১৫

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০২:১৮

ছবি ‍সংগৃহিত

ঝিনাইদহের শৈলকূপায় বিষধর সাপের কামড়ে সোয়াদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।

সোয়াদ হোসেন ওই গ্রামের আলম মণ্ডলের ছেলে এবং ছাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গেল রাতে মা-বাবার মাঝখানে ঘুমিয়ে ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সোয়াদ। হঠাৎ সে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে বাবা-মা জেগে ওঠেন। পরে মশারির নিচ দিয়ে সাপ চলে যেতে দেখেন তারা। সেসময় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় কবিরাজ সুনীলের কাছে। সেখানে প্রায় তিন ঘণ্টা ঝাড়ফুঁক চলার পর অবস্থার অবনতি হলে অচেতন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনম দিলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top