পদ্মার ২৫ কেজির পাঙাস সাড়ে ৬৭ হাজারে বিক্রি
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৭:৫৩
আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৯:৩৭
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশালাকৃতির এক পাঙাস মাছ। মাছটি ৬৭ হাজার ৫৭৫ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দৌলতদিয়ার পদ্মা নদীতে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটে কেসমতের আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি দুই হাজার ৬০০ টাকা দরে মোট ৬৬ হাজার ৩০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা।
মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের পদ্মা নদীর বিশালাকারের তরতাজা পাঙাস মাছটি প্রতি কেজি দুই হাজার ৬৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫৭৫ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের পাঙাস, রুই, কাতল, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এ কারণে জেলেরা লাভবান হচ্ছে।
এসএন/রুপা
আপনার মূল্যবান মতামত দিন: