মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, বড় ক্ষতি থেকে অল্পে রক্ষা


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ১৬:৪২

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৫:০৬

ছবি সংগৃহীত

লালমনিরহাটে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে ট্রেনটিতে যাত্রী না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কের রেলক্রসিংয়ে দুর্ঘটনা হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে জানমালের ক্ষয়ক্ষতি থেকে।

এ ঘটনায় বিডিআর গেট হয়ে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে। পরে রেল কর্তৃপক্ষ, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে সড়কের চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করছিল। এসময় বিডিআর গেট এলাকায় অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূতে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top