মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


শাজাহান খানের মেয়ের সম্পদের হিসাব চেয়ে ভবনের দরজায় নোটিশ


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৯:৩৫

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৮:৫৮

ছবি সংগৃহীত

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় নোটিশ টানিয়ে দেয় দুদকের সমন্বিত জেলা কার্যালয়। এ সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মোট পাঁচজনের সাক্ষ্য নেয় দুদক।

আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (মাদারীপুর) সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন- এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাছাইবাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরণী তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হয়নি শাজাহান খানের কন্যা ঐশী খান। এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। সেই নোটিশ দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর এর সদস্যদের সহযোগিতায় শাজাহান খানের বাসভবনের দরজা টানিয়ে দেওয়া হয়। আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানের সম্পদের বিবরণী তুলে ধরতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ঐশী তার স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা দুদকের কাছে জমা না দিলে পরবর্তীতে মামলা করে আইনি ব্যবস্থা নিবে দুদক।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top