বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


৫৫ জেলে ফেরত দিল আরাকান আর্মি


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫ ১৭:৪৬

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৫:০০

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মি (এএ) কর্তৃক ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নাফ নদীর ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি বলেন, বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ৮ এপ্রিল ৪ ট্রলারসহ নিয়ে যাওয়া হয় ২৩ জেলেকে।

বিষয়টি নিয়ে একাধিকবার আরাকান আর্মির সঙ্গে আলোচনা করে বুধবার ৫৫ জনকে দেশে ফেরত আনা হয়। ফেরত আসাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি নাগরিক। অপর ৪২ জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদের পুলিশের মাধ্যমে অভিভাবকদের হাতে হস্তান্তর এবং ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনিয়ে গত পাঁচ মাসে নদী ও সমুদ্র থেকে ২০৬ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি (এএ)।

এদিকে সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল থেকে কার্যকর হলেও, এর আগেই মাছ ধরা বন্ধ হওয়ায় জেলেপাড়ায় দেখা দিয়েছে চরম অর্থসংকট। শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া ও খায়ুকখালী ঘাটে কয়েক শতাধিক ট্রলার এখন নোঙর করে পড়ে আছে। জেলেরা জাল মেরামত ও ছোটখাটো কাজ করে দিন কাটাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top