‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোটকে বাধাগ্রস্ত করে আ.লীগ’
 প্রকাশিত: 
 ১৪ মে ২০২৪ ১৩:০০
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৩২
 
                                বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। এ সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচনের ধার ধারে না। ভোটারদের ভোট দিতে দেয় না। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ভোটকে বাধাগ্রস্ত করে।
মঙ্গলবার(১৪ মে) রাজধানীর নয়াপল্টন এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ মুখে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে। কিন্তু করে পাতানো নির্বাচন। তার প্রমাণ গত ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি মহাসচিব, সিনিয়র নেতাসহ প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে কারাগারে আটকে রেখে ছিল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কাজী রফিক প্রমুখ।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: