২৮ অক্টোবরের মতো ঘটনা আরও ঘটাতে পারে বিএনপি: প্রধানমন্ত্রী
 প্রকাশিত: 
 ১৫ জানুয়ারী ২০২৪ ১১:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪৩
 
                                গত বছর ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ঘিরে বিএনপি যে ঘটনা ঘটিয়েছে তা আরও ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জরিপের ফলাফল মাথায় রেখেই বিএনপি এবারের নির্বাচনে আসেনি বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
এবারের নির্বাচনে দেশবাসী আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছে জানিয়ে দলটির সভাপতি বলেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের এবার ক্ষমতায় আসা প্রয়োজন ছিল।
একটি মহল চক্রান্ত করে মূল্যস্ফীতি বাড়িয়ে দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দ্রব্যমূল্য কমানোর বিষয়টি সরকার অগ্রাধিকার দিয়েছে। সামনে রমজান আসছে, কোনো মানুষের যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যে রেষারেষি চলছে তা বন্ধ করতে নির্দেশ দেন দলীয় প্রধান। নিজ দল এবং দেশের জনগণকে প্রধান শক্তি আখ্যায়িত করে দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: