রাজধানীতে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী
 প্রকাশিত: 
 ১ জানুয়ারী ২০২৪ ১১:১৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১০:১২
 
                                রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভা মঞ্চে আসেন তিনি। কিছুক্ষণের মধ্যে তার প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ কলাবাগান মাঠে এই সমাবেশের আয়োজন করেছে।
জনসভাকে কেন্দ্র করে কলাবাগান মাঠসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকেন।
আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে জনসভায় ভাষণ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তবে রাজধানীতে এটাই তার প্রথম জনসভা।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: