ভক্তের মোবাইল চেয়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন রণবীর
 প্রকাশিত: 
 ২৮ জানুয়ারী ২০২৩ ১৬:৫৮
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২০:২৬
 
                                শুক্রবার রণবীরকে দেখামাত্র সেলফি তোলার আবদার করে বসেন এক ভক্ত। কিন্তু সবার মন-মানসিকতা সব সময় একরকম থাকে না। আর এ কারণে মাঝে মাঝেই বিরক্তির উদ্রেক ঘটে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এমনই কিছু ঘটনা বলিউড তারকা রণবীর কাপুর ঘটিয়েছেন।
প্রথমবার ছবি তোলার পর ফের দ্বিতীয় বারও আবদার করেন তিনি। তাকে নিরাশ না করে হাসিমুখে ছবিও তোলেন অভিনেতা। তারপরই আচমকা তার ফোন দেখতে চেয়ে হাতে নিয়ে পিছনে ছুঁড়ে ফেলে দেন রণবীর।
নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অভিনেতার এমন রূপ দেখে নিন্দার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। বলিপাড়ার শান্ত স্বভাবের অভিনেতাদের অন্যতম রণবীর কাপুর। তবে সম্প্রতি তার এমন ব্যবহারে তাজ্জব সবাই।
কেউ বলেছেন, ‘রণবীর নিশ্চয়ই মজা করছিলেন।’ কারও ধারণা, এটি রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির প্রচারের কোনো কৌশলের অংশও হতে পারে।
কিন্তু কী কারণে আচমকা এমন ব্যবহার করলেন, এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: