পরীমণি মনখোলা, মানবিক একটা মেয়ে: জুয়েল
 প্রকাশিত: 
 ১৯ জানুয়ারী ২০২৩ ০০:৩৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:১৪
 
                                ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (২০ জানুয়ারি)। যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। এতে সিয়াম আহমেদ সঙ্গে জুটি বেঁধেছেন পরী।
বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নায়িকা। ৫ মাসের পুত্রসন্তান রাজ্যকে নিয়ে খুব সকালে ছুটে যাচ্ছেন শহরের বিভিন্ন স্কুলে। সেখানে শিশুদের নিয়ে নির্মিত সিনেমাটির নানান তথ্য তুলে ধরছেন রাজ্যর মা। সবাইকে আহ্বান জানাচ্ছেন হলে গিয়ে সিনেমাটি দেখার।
আর পুরো প্রজেক্টে পরীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলে জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল। বললেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন করতে গিয়ে পরীর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। শুরু থেকেই সিনেমাটিকে একান্ত নিজের ভেবেই সে কাজটি করেছে।’
একটি উদাহরণ টেনে তিনি বলেন, ‘করোনার সময় সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করার অনুমতি পেতে আমাদের সমস্যা হচ্ছিল। এ নিয়ে আমরা খানিক চিন্তিত হয়ে পড়ি। সে সময়ে পরীকে বিষয়টি জানাই। সে একটা কলেই জিনিসটার সমাধান করে দেয়। এটা তার পক্ষেই সম্ভব। মানুষ তাকে সম্মান দেয়। পরে যথাযথ নিয়ম মেনে আমরা সুন্দরবনে গিয়ে সিনেমাটির শুটিং করি।’
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাতার কথায়, ‘পরীমণি মনখোলা, মানবিক একটা মেয়ে। তার মনটা খুবই সফট। আপনি যদি ইমোশনাল হন সেও আপনার সঙ্গে ইমোশনাল হবে, আপনি প্রফেশনাল হলে সেও প্রফেশনাল হবে, আপনি বাজে কথা বললে সেও বলবে। যে যেমন তার সঙ্গে তেমন।’
উল্লেখ্য, পরীমণি-সিয়াম ছাড়াও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও প্রায় ২০ শিশু অভিনয় করেছে সরকারি অনুদানের এই সিনেমাায়।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: