প্রচণ্ড শীতে শুটিং করতে গিয়ে দম বন্ধ হয়ে আসছিল মাহির
 প্রকাশিত: 
 ৭ জানুয়ারী ২০২৩ ১৮:৪৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:০৬
 
                                রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। এই শীতের মধ্যে রাস্তায় বের হওয়াই সেখানে কঠিন হয়ে পড়েছে সেখানে শুটিং করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।
শুক্রবার (৬ জানুয়ারি) প্রচণ্ড শীতের মধ্যেই একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী। প্রাণ মেঙ্গেবারের একটি বিজ্ঞাপনচিত্র এটি। শুক্রবার দিনভর এটির শুটিং হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। নির্মাণ করেছেন সাবিন।
মাহি বলেন, ‘জীবনে প্রথম এত শীতের মধ্যে শুটিং করলাম। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। এমন ঠান্ডা পড়ছিল, মনে হচ্ছিল দম হয়ে যাবে। তারপরও খুব আন্তরিকাতর সঙ্গেই শুটিংটি করেছি। কারণ এটা আমার কাজ। যে কোনো পরিস্থিতেই আমাকে সেরাটাই দিতে হবে।’
মাহি জানান, এটি তার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। গত ঈদে প্রচারিত হয় তার প্রথম বিজ্ঞাপনচিত্র। সেটি ছিল টেলিটকের। এরপর নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণে একটি ড্রিংকসের বিজ্ঞাপনচিত্র করেছেন তিনি। সেটি এখনো প্রচারের অপেক্ষায়।
এদিকে মাহি জানিয়েছেন, শিগগিরই পরিবারের সঙ্গে ভারতে বেড়াতে যাচ্ছেন তিনি। ফিরবেন চলতি মাসের মাঝামাঝি সময়ে। এসেই শুরু করবেন নাটকের শুটিং।
উল্লেখ্য, বর্তমানে যে কজন অভিনেত্রী সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন তাদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। তরুণ এই অভিনেত্রী এরইমধ্যে নাটক-টেলিফিল্মে নিজের জাত চিনিয়েছেন। অভিনয়ের পাশাপাশি টিকটকার হিসেবেও বেশ পরিচিত মাহি। ২০২২ সালে বাংলাদেশ থেকে টিকটকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: