অন্তঃসত্ত্বার খবর জানিয়ে আমিরকে ফোন কারিনার, অতঃপর...
 প্রকাশিত: 
 ১১ ডিসেম্বর ২০২৪ ০৮:০০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫৮
 
                                বলিউডে আমির খান ও কারিনা কাপুর জুটি বেঁধে খুব বেশি ছবি করেনি। কিন্তু তাদের রসায়ন মন কাড়ে আপামর দর্শকের; থ্রি ইডিয়টস ও তালাশ ছবি যার জলজ্যান্ত উদাহরণ। এর এক দশক পর ২০২২ সালে লাল সিং চাড্ডায় আবার ফেরে আমির-কারিনা জুটি।
যদিও বক্স অফিসে ফ্লপ এই ছবিটি। কিন্তু এই ছবির কাজ থেকে একটা সময় সরে আসতে চেয়েছিলেন কারিনা! কারণ, ছবির শ্যুটিংয়ের মাঝেই তিনি জানতে পারেন- দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন নায়িকা।
সময়টা তখন করোনা মহামারির। চলছে লকডাউন। এতে অবশ্য থমকেই ছিল লাল সিং চাড্ডার শ্যুটিং। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কারিনা। এমন অবস্থায় শ্যুটিং থেকে দূরে থাকতে চান কারিনা। তাই স্বামী সাইফ আলি খান নায়িকাকে পরামর্শ দেন- বিষয়টি সহ অভিনেতা আমির খানকে জানাতে। সে মতো আমিরকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতে আমিরকে ফোন করেন কারিনা।
কিন্তু মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খানের জবাবে চমকে যান কারিনা। এক তারকা বৈঠকে কারিনা জানান, ছবির পুরো টিম শ্যুটিংয়ের সময় তার প্রতি যে সদয় আচরণ করেছে।
অভিনেত্রী বলেন, ‘লাল সিং চাড্ডা ছবির শ্যুটিংয়ের সময় কোভিড চলে আসে এবং তারপরে আমি গর্ভবতী (জেহর জন্মের আগে) হয়ে পড়ি। আমি চিন্তায় পড়ে যাই। কারণ, সিনেমার মাঝখানে আছি আমরা। তখন সাইফ আমাকে বলে, তোমার এ বিষয়টি সবার আগে আমিরকে বলা উচিত। আমি ভাবলাম, আমির এটাকে কিভাবে নেবে জানিনা, কারণ তখনও ছবির অর্ধেক শ্যুটিং বাকি আছে।’
এরপর আমিরের জবাব তুলে কারিনা বলেন, ‘আমি আমিরকে ফোন করে বলি, আমাকে রিপ্লেস করে নিতে। বলি, আমি একজন মা এবং আমি আমার দ্বিতীয় সন্তান নিতে চাই। একরকম বিড়বিড় করছিলাম। আমির শুধু বললেন- আমি তোমার জন্য খুব খুশি। আমরা এই ছবিটা করছি এবং আমরা একসঙ্গেই করছি। আমি তোমার জন্য অপেক্ষা করব, এবং যাই হোক না কেন, তুমি থাকছো।’
সবশেষ কারিনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন কিছু লোক আছেন যারা আপনাকে জীবন এগিয়ে যাওয়ার জন্য এবং আপনার সিদ্ধান্তে অটল থাকার জন্য আপনাকে মূল্য দেবে। আমি খুব খুশি যে আমির এটা করেছিল এবং আমরা এই ছবিটা একসঙ্গে করতে পেরেছি।’

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: