দিলজিতের কনসার্টে নাচলেন দীপিকা
 প্রকাশিত: 
 ৭ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১০:০২
 
                                চলতি বছরের সেপ্টেম্বর মাসে বলিউড তারকা দম্পতি দীপিকা-রণবীরের কোলজুড়ে আসে কন্যা সন্তান ‘দুয়া’। তারপর থেকে মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটছে অভিনেত্রীর। খুব একটা জনসমক্ষে দেখা যায়নি অভিনেত্রীকে।
এদিকে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে তাকে অনেকদিন পর দেখা গেল একেবারে ভিন্ন রূপে। বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টে গিয়েছিলেন তিনি। শুধু তাই না বন্ধুদের সঙ্গে রীতিমতো নাচতেও দেখা যায় অভিনেত্রীকে।
সাদা সোয়েটশার্ট এবং নীল জিন্সে দীপিকাকে দেখাচ্ছিল অনবদ্য। মা হওয়ার পর দীপিকাকে এমন রূপে দেখে সকলেই উচ্ছ্বসিত ভক্তরা বলা চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করছেন দীপিকা। দিলজিতকে সঙ্গে মঞ্চে দীপিকা নেচেছে।
প্রসঙ্গত, দীপিকা তার গর্ভাবস্থায়ও শুটিং করেছেন। এমনকি, ‘কল্কি ২৮৯৮ এডি’-র ছবির প্রচারও করেছেন সেই সময়। তবে মা হওয়ার পর লাইমলাইট থেকে দূরেই থাকেন তিনি। এই সময়টা একান্তই ‘দুয়া’কে দিতে চান।
বাবা হওয়ার পর জীবন কতটা বদলে গেছে সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘এই মুহূর্তে এক অন্য আনন্দে রয়েছি। আমি অনেক দিন ধরেই বাবার ডিউটিতে।’

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: