বিবাহবার্ষিকীতে দীপিকার জন্য রণবীরের আদুরে বার্তা
 প্রকাশিত: 
 ১৪ নভেম্বর ২০২৪ ১১:০৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৬
 
                                এক ছাদের নিচে দেখতে দেখতে ছয়টি বছর কাটিয়ে ফেললেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ১৪ নভেম্বর তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী। কিন্তু এই বছরটি এবার একটু বিশেষ রণবীর-দীপিকার। কারণ, মাস কয়েক হলো নতুন সদস্যের আগমনে ঘর আলো হয়েছে এই দম্পতির। অর্থাৎ এবার মেয়েকে নিয়েই বিবাহবার্ষিকী কাটাবেন তারা।
এদিন বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে স্ত্রী দীপিকাকে আদুরে বার্তা দিলেন রণবীর সিং। সঙ্গে ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি। কিন্তু কোথাও রণবীরকে দেখা যায়নি, রয়েছেন শুধু দীপিকা।
ইনস্টাগ্রামের সেই পোস্টে একটি ছোট ভিডিও ছিল। সেখানে দেখা যায়, হাসিতে ফেটে পড়ছেন দীপিকা। হাসতে হাসতে চোখে পানি ও চলে আসছে তার।
রণবীর সেই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘হাসতি রাহে তু হাসতি রাহে’ গান। তাতে বুঝিয়ে দিলেন যে, স্ত্রীর এই হাসিটাই তিনি দেখতে চান সারা জীবন।
প্রথম স্লাইডটি ছিল দীপিকার বাঁধভাঙা হাসির ছবিতেই। তারপর ছুটি কাটানোর সময় সমুদ্রে তার একটি সেলফি। মাতৃত্বকালীন ফটোশুটের একটি ক্লিকও রয়েছে এতে। রণবীর ক্যাপশনে লেখেন, ‘প্রতিদিনই ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে, কিন্তু আজকের দিনটা আসল।’
২০১৩ সালে সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক ছবি 'গলিয়ো কি রাসলীলা: রাম-লীলা'র সেটে রণবীর ও দীপিকার প্রেম শুরু হয়। পরবর্তীকালে তারা বানসালির পরিচালনায় ২০১৫ সালের পিরিয়ড ড্রামা বাজিরাও মাস্তানি এবং তারপর ২০১৮ সালের পদ্মাবতে একসঙ্গে কাজ করেন। সে বছরই ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক করেন রণবীর-দীপিকা।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: