দুই দশক পর জুটি বাঁধতে চলেছেন আমির-অজয়!
 প্রকাশিত: 
 ১১ নভেম্বর ২০২৪ ১১:৫৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৬
 
                                বলিউড অভিনেতা অজয় দেবগন ও আমির খান। দু’জনে ভালো বন্ধু, তবে পর্দায় তাদের একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। সর্বশেষ তাদের রূপালী পর্দায় দেখা গেছে দুই দশক আগে ইন্দ্র কুমার পরিচালিত ‘ইশ্ক’ সিনেমাতে।
অবশেষে দুই অভিনেতা ফের একসঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি মুম্বাইয়ে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির-অজয়।
এ সময় অজয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির বলেন, ‘অজয়ের সঙ্গে দেখা হলে ভালো লাগে। আমাদের খুব বেশি দেখা হয় না। কিন্তু দেখা হলে সেটা একে অপরের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধায় ভরে ওঠে।’
এরপর তিনি জানান, কী ভাবে সেটে একটি শিম্পাঞ্জির হাত থেকে অজয় তাকে রক্ষা করেন। অজয়ের সরস মন্তব্য, ‘দোষ আমিরের! ও নিরীহ প্রাণীটার শরীরে পানি দিয়ে দেয়। তারপর সে খেপে যেতেই আমির ‘বাঁচাও বাঁচাও’ বলে দৌড়াতে শুরু করে।’
দুই অভিনেতা আবার একসঙ্গে কাজ করার বিষয়ে আমিরের ভাষ্য, ‘ ‘ইশ্ক’ সিনেমাতে শুটিংয়ের সময়ে আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয় আমাদের আবার একসঙ্গে সিনেমা করা উচিত।’
অজয়ের মন্তব্যকে সমর্থন করেন আমির। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে কৌতূহল, তাহলে কি এই জুটি ‘ইশ্ক’-এর সিক্যুয়েলের প্রতি ইঙ্গিত করেছেন।
যদিও তা যথা সময়ে প্রকাশ্যে আসবে। তবে দুই অভিনেতা যে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন, তা জেনে খুশি অনুরাগীদের একটা বড় অংশ।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: