মায়ের শহরে এমন ঘটনা, আঘাত পেয়েছি : বিদ্যা বালান
 প্রকাশিত: 
 ২৯ অক্টোবর ২০২৪ ১১:০৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:১২
 
                                কলকাতা তার আরেকটা শহর। এ কথা বারবার বলে এসেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। না, একেবারেই মিথ্যে নয়। কারণ ২০০৩ সালে বিদ্যার সিনে দুনিয়ার শুরুটা হয়েছিল বাংলা ছবি দিয়েই। যেমন ভালো তিনি বাংলা বলতে পারেন, তেমনই এই শহরের প্রতি তার টানও রয়েছে।
তাই তো কলকাতায় ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির প্রমোশন করতে এসে অভিনেত্রীকে দেখে মনে হয়েছে, ঠিক যেন বাড়ির মানুষদের সঙ্গে গল্প করতে বসেছেন তিনি।
এর আগে ‘ভুল ভুলাইয়া’র প্রথম ভাগে মঞ্জুলিকা হিসেবে অভিনয় করে তাক লাগিয়েছিলেন তিনি। অনেক বছর পর আবারও সেই সিনেমাতেই ফিরলেন তিনি। এবার সাথে করে নিয়ে আসলেন কার্তিক আরিয়ানকে।
কলকাতায় এসেই আরজি কর কাণ্ডে কথা বলেছেন অভিনেত্রী। হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে বিদ্যারও।
তিনি নিজেও যেন ভাবতে পারলেন না, কলকাতার মতো শহরে যেখানে মাতৃ আরাধনা করা হয়, শক্তির পুজা করা হয়, সেখানে এমন ঘটনা কীভাবে ঘটল।
অভিনেত্রী ভারাক্রান্ত স্বরেই বললেন, ‘কলকাতা মায়ের শহর, প্রতিবাদের শহর। আমার ক্যারিয়ারের শুরু এই শহর দিয়ে। যে শহরে মায়ের আরাধনা করা হয়, পুজা হয়, সেখানে এমন ঘটনা কীভাবে ঘটল? আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম।’
উল্লেখ্য, অভিনেত্রী যতবার কলকাতায় এসেছেন, ততবার বলে গেছেন- এই শহরের প্রতি তার টান সাংঘাতিক। তাই এমন হৃদয় মোচড় দেওয়া ঘটনায় তিনি চিন্তিত।
প্রসঙ্গত, এই ছবিতে বিদ্যা বালানকে দেখা যাবে মাধুরী দীক্ষিতের সঙ্গে। মাধুরীর সঙ্গে তার নাচের নানা ভিডিও ভাইরাল হয়েছে। অভিনেত্রী, নিজেও বেশ আতঙ্কে ছিলেন। কিন্তু, তিনি কলকাতায় এসেই বলেন, ‘প্রথম থেকেই খুব ভয়ে ছিলাম, যে মাধুরী ম্যামের সঙ্গে নাচতে হবে। কিন্তু পরে দেখলাম সবটাই খুব ভাল হলো।’

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: