ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুখ খুললেন টিকটক তারকা
 প্রকাশিত: 
 ২৯ অক্টোবর ২০২৪ ০৮:০৯
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:০৬
 
                                অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি অনলাইনে তার নামে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, মিনাহিল মালিককে একটি ঘরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে।
এর পরপরই এই টিকটকারের কিছু আপত্তিকর ছবিও অনলাইনে ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মিনাহিল মালিক। ইন্টারনেটে রীতিমতো ট্রেন্ডিংয়ে উঠে যায় তার নাম।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনের খবর অনুসারে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। এ টিকটক তারকা ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এআইএ) কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।
মিনাহিলের দাবি, ওই ভিডিও কাটাছেঁড়া করে বানানো। এই টিকটক তারকা জানান, তিনি ও তার পরিবার এই ঘটনায় অবসাদের শিকার হয়েছেন। অভিযুক্তদের উদ্দেশে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
এদিকে নেটিজেনরা বলছেন, এই পাকিস্তানি টিকটকার নিজেই ভিডিওগুলো ফাঁস করেছেন। যেন আলোচনায় আসতে পারেন।
তাদের দাবি, ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্ল্যাটের মাধ্যমে কিছু সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছিলেন মিনাহিল মালিক। এরপরই সেগুলো ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে যায়।
তবে মিনহাল এমন তথ্য মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: