অ্যানিমেল ২-এ রণবীরের সঙ্গে থাকছেন ভিকি
 প্রকাশিত: 
 ২০ এপ্রিল ২০২৪ ১৫:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:৪৯
                                বলিউডের অন্যতম আলোচিত সিনেমা অ্যানিমেল-এর প্রথম পর্বেই বাজিমাত করেছেন পরিচালক সন্দীপ ভাঙা রেড্ডি। জনপ্রিয় এ সিনেমার সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ সম্পর্কে নিশ্চিত করেছেন সন্দীপ।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যানিমেলের সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে।
এতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। রণবীরকে নায়ক ও খলনায়ক দুই চরিত্রেই দেখা যাবে।
তবে জানা যায়, অ্যানিমেলে অভিনেতা রণবীরের বিপরীতে রাশমিকা মান্দানাই থাকছেন। তবে এবার যোগ হবে আরেক নতুন নায়িকা। আর তিনি হলেন মালবিকা মোহন। মালবিকাকে দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে।
জানা যাচ্ছে, ২০২৬ সাল থেকেই শুটিং শুরু করবেন ভিকি ও রণবীর। ধুন্ধুমার অ্যাকশনে এবার আরও রক্তের খেলায় যোগ দেবেন দর্শকরা।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: