রায়হান রাফী’র ‘অমীমাংসিত’
 প্রকাশিত: 
 ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৫:৪৮
                                এদেশের পরীক্ষিত সফল নির্মাতা রায়হান রাফি। এ পর্যন্ত তিনি যতগুলো ছবি বানিয়েছেন বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তার ছবিগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে; তা হলো— সত্য ঘটনার নির্যাস।
যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করেন নির্মাতা রাফী। কিন্তু ছবি মুক্তির পর কারো আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুন্সিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে।
চলতি মাসেই আসছে রাফী’র নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। নামেই রহস্যের গন্ধ স্পষ্ট। গত ১২ ফেব্রুয়ারি যখন এর টিজার ছাড়া হলো অন্তর্জালে, তখন দর্শক বলছে, এটিও সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফী। কী সেই সত্য?
সোশ্যাল মিডিয়ায় দর্শকের কিছু মন্তব্য থেকে আঁচ করা যায়, তারা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। একযুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তবে কি সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনছেন ‘পরাণ’ নির্মাতা? জবাব দিলেন না। বরাবরের মতো অপেক্ষা করতে বললেন দর্শককে; অর্থাত্ ছবিটি দেখলেই সব বোঝা যাবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: