রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৭
আপডেট:
৬ নভেম্বর ২০২৫ ২০:৪৬
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ (আরএনপিপি) প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকল্পের পেছন সাইডে কাঠের স্তুপে আগুনের এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনায় কর্মস্থলে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত করে রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আবুল হাশেম বলেন, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকল্প এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মূল্যবান মতামত দিন: