শুক্রবার, ২৬শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


দেশের ভাবমূর্তি নষ্ট না করার তাগিদ সোহানের


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০৯

আপডেট:
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯

ছবি-সংগৃহীত

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আজ শুক্রবার উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে শেষমুহূর্তেও কম নাটকীয়তা ছিল না। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে নিজেদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ফলে দলটির মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি।

রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান মনে করেন ফ্র্যাঞ্চাইজিদের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। এমন কিছু করা উচিত না যাতে করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আজ সোহান বলেছেন, 'দেখেন একজন খেলোয়াড় হিসেবে আমার কাজটা হচ্ছে মাঠে খেলা। আমি আসলে এগুলো নিয়ে খুব বেশি একটা চিন্তিত নই। যেটা বললাম যে মাঠের টুর্নামেন্টটা যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তবে একই সাথে আমার কাছে মনে হয় যে দলগুলোর আরও দায়িত্ব বেশি থাকা উচিত কারণ এটা একটা বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা যেটা সবাই অনুসরণ করছে। তাই এমন কিছু আসলে আমাদের করা উচিত না যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত।'

পরে নিজ দল রংপুরের পেশাদারিত্ব নিয়ে সোহান বলেন, 'আমাদের দলীয় ব্যবস্থাপনা বা মালিকপক্ষ যারা, তাদের যে আবেগ ক্রিকেটের প্রতি, তা আমার কাছে মনে হয় অসাধারণ এবং অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমি আশা করব যে এরকম ধরনের ছয়টা দল এবং পেশাদার দল যদি আমাদের বিপিএলে আসে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটারদের অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকত এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যেতে পারত।'

সোহান মনে করেন বিপিএল সুন্দরভাবে আয়োজনের জন্য বোর্ড চেষ্টার কোনো কমতি রাখছে না, 'আমার কাছে মনে হয় যে খুব বড় একটা চ্যালেঞ্জ এইবারের বিপিএলটা আয়োজন করা। কিন্তু একই সাথে আমাদের মনে হতে হবে যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে বোর্ডও অনেক চেষ্টা করছে। আমার কাছে মনে হয় যে এখান থেকে ইতিবাচক দিক যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত এবং দলগুলো আমার কাছে মনে হয় সবগুলো দলই খুবই ভারসাম্যপূর্ণ দল। তাই প্রতিযোগিতা শুরু হলে আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top