রবিবার, ১৪ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২


হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক, হয়নি চোখাচোখিও


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫২

ফাইল ছবি

ছোটদের এশিয়া কাপেও ভারত ও পাকিস্তানের দূরত্ব ঘুচল না। অনূর্ধ্ব-১৯ দলের এই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে দলের ‘নো হ্যান্ডশেক’ নীতি ধরে রাখলেন। আজ (রোববার) আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান

টসের সময় আয়ুশ তো বটেই, পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফও সৌজন্যতা দেখিয়ে হাত মেলানোর কোনো আগ্রহ দেখাননি। পাকিস্তান টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। দুই অধিনায়কের মধ্যে চোখাচোখিও হয়নি। সঞ্চালকের কাছে টসের প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের ড্রেসিংরুমে ফিরে যান তারা।

চলতি বছর মে মাসে ভারত-পাকিস্তানের তুমুল সংঘাতের পর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সালমান আগার সঙ্গে হাত মেলাননি। তিনবার দেখা হলেও এই সৌজ্যনতা এড়িয়ে যায় দুই দল। এমনকি ফাইনালে পাকিস্তানকে হারানোর পর পিসিবি ও এসিসি প্রধান মহসিন নাকভীর কাছ থেকে ট্রফি নিতে নারাজ ছিল ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও ট্রফি দিতে অস্বীকৃতি জানান। এখনো ট্রফি ভারত হাতে পায়নি, এই সমস্যার সমাধানে কাজ করছে দুই দেশের বোর্ড।

সূর্যকুমারদের পথে হেঁটে মেয়েদের বিশ্বকাপেও ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। দুই দেশের মধ্যে দূরত্ব যে ক্রিকেট মাঠেও কমেনি, তারই দৃষ্টান্ত তৈরি হলো যুব এশিয়া কাপে।

এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ভারত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৩৪ রানে জিতেছে। পাকিস্তান মালয়েশিয়াকে ২৯৭ রানে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top