সোমবার, ২৭শে অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক ১৪৩২


তাসকিনের বোলিং তোপে ব্যাকফুটে নেদারল্যান্ডস


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৪:৫৮

আপডেট:
২৭ অক্টোবর ২০২৫ ২২:২৭

ছবি ‍সংগৃহিত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিংয়ে অধিনায়কের সিদ্ধান্তের মান রেখেছেন বাংলাদেশের পেসাররা।

যদিও ব্যাটিংয়ে নেমে ভালো শুরু কমলা-বাহিনীকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন ম্যাক্স ও'ডোড। শরিফুলকে এক ওভারে ৩ চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তবে ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই দুরন্ত এই ডাচ ওপেনারকে সাজঘরের পথ চেনান তাসকিন আহমেদ। তার মিডল এবং লেগ স্টাম্প লাইনের বলে ক্যাচ তুলে দেন ও’ডোড। শর্ট কাভারে দাঁড়ানো জাকের আলী সহজ ক্যাচ তালুবন্দি করলে ২৩ রানেই থামতে হয় এই ডাচ ব্যাটারকে।

এরপর অন্য ওপেনার বিক্রমজিত সিংকেও (৪) নিজের শিকার বানান তাসকিন। তার খাটো লেংথের বল হাওয়ায় ভাসিয়ে খেলেন বিক্রমজিত, তবে লং অনে দাঁড়িয়ে থাকা পারভেজ ইমনকে ফাঁকি দিতে পারেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.১ ওভারে ২ উইকেটে ৩৮ রান তুলতে পেরেছে সফরকারী নেদারল্যান্ডস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top